সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

গফরগাঁওয়ে অগ্রণী ব্যাংকের গ্রাহক সমাবেশ

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মুহাম্মদ আতিকুল্লাহ গফরগাঁও থেকে : অগ্রণী ব্যাংক লিমিটেড, গফরগাওা শাখা ও ট্রান্সফাস্ট মানি ট্রান্সফার কোঃ যৌথ  উদ্যেগে গতকাল বুধবার দুপুরে ব্যাংক শাখা প্রাঙ্গণে ব্যাংক ও ট্রান্সফাস্ট মানি ট্র্যান্সফার রেমিট্যান্স গ্রাহকদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় ।  অগ্রণী ব্যাংক লিমিটেড ,গফরগাঁও  শাখার ব্যবস্থাপক  (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার  ট্রান্সফাস্ট মানি ট্রান্সফারের ব্যবসা উন্নয়নের নির্বাহী কর্মকর্তা  মো: মিজানুর রহমান, অগ্রণী ব্যাংক ময়মনসিংহ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মো: খোরশেদ আলম (সাগর), প্রিন্সিপাল অফিসার আবদুল্লাহ হেল বাকী, অগ্রণী ব্যাংক লিঃ গফরগাঁও শাখার প্রিন্সিপাল অফিসার মো: রাসেল মিয়া, সিনিয়র অফিসার মনিরুজ্জামান (মনির)  গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী দিঘীরপাড় দারুছ-ছন্নাৎ নেছারিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা তাইজ উদ্দিন ও গ্রাহকদের মধ্যে থেকে মিসেস তমা বেগম প্রমুখ। বিগত কয়েক বছরের মধ্যে অগ্রণী ব্যাংক লিঃ গফরগাঁও শাখা বৈদেশিক রেমিট্যান্স আহরণে সুনামের সহিত ধারাবারিকভাবে ২০১২ইং সন হতে প্রথমস্থান অর্জন করে আসছে । গ্রাহক সমাবেশে শত শত গ্রাহক উপস্থিত ছিলেন । পরে তাদেরকে ব্যাংক ও ট্রান্সফাস্ট মানি কোঃ পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান ও আপ্যায়ন করা হয় । অগ্রণী ব্যাংক লিঃ গফরগাঁও শাখার প্রবাসী গ্রাহক মিসেস তমা বেগম জানান, অল্প সময়ে দ্রুত টাকা পাওয়ার জন্য সহযোগিতার কামনা করেন। তবে গ্রাহকদের ব্যাংকের ভিতরে বসার ব্যাপারে আরও পদক্ষেপ নেয়া দরকার। অনেকেই আবার প্রচন্ড ভিড়ের চাপে দাঁড়িয়ে থাকতে হয়। সহকারী অধ্যাপক মো: তাইজউদ্দীন নামে একজন গ্রাহক জানান, এ ব্যাংক থেকে আমরা সুচারুপে সহযোগিতা নিয়মিত পেয়ে থাকি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন