সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিইউএফএল সিবিএ’র সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সারকারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাসের স্বাভাবিক চাপ (১০০ পিএসআই/৭ কেজি) সরবরাহ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিইউএফএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। গতকাল (বুধবার) দুপুর ১২টায় সিইউএফএল হাউজিং কলোনীর রেস্ট হাউজে এটি অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যকরী সভাপতি বজলুর রহমান ভূঞা এতে সভাপতিত্ব করেন। কারখানার উৎপাদন প্রক্রিয়া নির্বিঘেœ চালু করার লক্ষ্যে দাবি উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ এডহক কমিটির সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল, সিবিএ’র সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সবুজসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ২ বছরের বেশি সময় গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে সিইউএফএল কারখানার উৎপাদন বন্ধ ছিল। কারখানার রক্ষণাবেক্ষণ কাজ শেষে সরকারি নির্দেশে গত ১৯ জানুয়ারি থেকে উৎপাদন প্রক্রিয়া চালুর লক্ষ্যে গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু কুলিং টাওয়ার রিনোভেশন ও রিঅ্যাক্টর রিলাইনিং মেরামত কাজ শেষে কারখানার স্বাভাবিক উৎপাদন শুরু করতে গিয়ে গ্যাসের কাক্সিক্ষত চাহিদা বা গ্যাসের যে পরিমাণ চাপ থাকা প্রয়োজন ছিল তা সরবরাহ করা হয়নি বিধায় কারখানার উৎপাদন প্রক্রিয়া চালু করা যাচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন