বাংলাদেশ এখন একটি রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে। শাসকরা দেশকে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে নিচ্ছে বলে দাবী করলেও রাজনৈতিক সংকট একটি দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরী করেছে। অনেক স্বপ্ন ও সম্ভাবনার বাংলাদেশ তার অচলায়তন ভাঙ্গতে পারছেনা। এ সংকট রাজনৈতিক মূল্যবোধের, গণতন্ত্রের। দেশের সরকার এবং বিরোধি রাজনৈতিক শক্তিগুলো পালাক্রমে গণতান্ত্রিক রাজনীতিতে এ ডেডলক তৈরী করেছে। এ দেশের একজন অতি সাধারণ মানুষও বোঝে শাসকশ্রেনীর মধ্যে শুভবুদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধের উদয় হলেই এই সংকটের আপাত সমাধান হতে পারে। তবে গণতন্ত্র একটি বিশাল মহীরূহ দীর্ঘদিনের সম্মিলিত পরিচর্যায় এটি বেড়ে ওঠে এবং রক্ষিত হয়। এ দেশের স্বাধীনতার জন্য লাখো মুক্তিযোদ্ধা অস্ত্রহাতে যুদ্ধ করেছেন, প্রান দিয়েছেন। তাদের স্বপ্ন ছিল একটি শোষনমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ। এ দেশের মানুষের মুক্তির সংগ্রামে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ একজন নিরলস কলম সৈনিক। আমাদের আজকের সমস্যা ও সংকটকে বুঝতে হলে, সমাধানের পথ খুঁজে বের করতে হলে বাংলাদেশের গণতন্ত্র এবং এর শত্রুমিত্র সম্পর্কে সম্যক ধারনা থাকতে হবে। জাতির এই ক্রান্তিলগ্নে প্রফেসর এমাজউদ্দীন সে কাজটিই করেছেন। প্রফেসর এমাজউদ্দীনের লেখাগুলো ‘গণতন্ত্র এখন’ এবং ‘গণতন্ত্রের শত্রুমিত্র’ শিরোনামে এবারের একুশের গ্রন্থমেলায় দু’টি গ্রন্থে প্রকাশ করেছে দেশের সৃজনশীল প্রকাশনা জগতের অন্যতম প্রতিষ্ঠান দি ইউনিভার্সেল একাডেমি। আধুনিক গণতন্ত্রের বিবর্তনে প্রাচ্য-প্রতীচ্যের হাজার বছরের রাষ্ট্রব্যবস্থা এবং বাংলাদেশের ঐতিহাসিক বির্বতন তুলে ধরা হয়েছে গণতন্ত্র এখন গ্রন্থটিতে। অরূপ মান্দীর করা শৈল্পিক প্রচ্ছদ এবং চমৎকার অফসেট কাগজে মূদ্রিত গ্রন্থ দুটি দেশ ও সমাজ সচেতন সব ধরনের পাঠকের সংগ্রহে রাখার মত। গ্রন্থ দুটি পাওয়া যাবে বইমেলায় ইউনিভার্সেল একাডেমির স্টলে এবং বিক্রয় কেন্দ্র ৩৮/৪ মান্নান মার্কেট(৩য়তলা) বাংলাবাজার, ঢাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন