মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাই উপজেলার ৯নং মীরসরাই ইউনিয়নের পাহাড়ী এলাকা তালবাড়িয়া উপজাতী পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাÐে ১৩ পরিবারের সর্বস্ব ভস্মিভূত হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবন যাপন করছে বলে জানা যায়।
স্থানীয় ৯নং ইউপি চেয়ারম্যান এমরান হোসেন জানান জনৈক উপজাতী ত্রিপুরার রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে সর্বস্ব হারায় উপজাতীয়রা। আগুনে একে একে পুড়ে যায় পাড়ার বিমল ত্রিপুরা, মকলতি ত্রিপুরা, সান্তরাম ত্রিপুরা, মানিক ত্রিপুরা, অনন্ত ত্রিপুরা সচিরং ত্রিপুরা, অন্ন বালা ত্রিপুরা, কুলি চরন ত্রিপুরার বসতঘর সহ সর্বস্ব। স্থানীয় চেয়ারম্যান এমরান হোসেন গতকাল শুক্রবার উক্ত ক্ষতিগ্রস্তদের তাৎক্ষনিক কিছু সাহায্য করলে ও উপজাতীয়রা তাদের মৌলিক সহযোগিতা প্রার্থনা করে সকলের কাছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন