বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ইসলামী ব্যাংক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এন আর এম বোরহান উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক   মো. সামছুল আলম মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন। বোরহান উদ্দিনের বিরুদ্ধে মামলার এজাহারে অভিযোগ হিসেবে ‘সন্দেহজনক   লেনদেন, অবৈধভাবে অর্জিত আয়   দেশি-বিদেশি মুদ্রায় পাচার করার’ কথা উল্লেখ করা হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪ (২), (৩) ধারায় মামলাটি করা হয়েছে।
এর আগে ডিএমডি নিয়োগে অনিয়ম ও অডিট আপত্তি নিষ্পত্তিতে প্রভাব খাটানোসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এন আর এম বোরহান উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন