চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম ডিএফএ’র নির্বাচন তফসিল অনুযায়ী গতকাল ১৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। তার মধ্যে বিএফএ বর্তামান ডিএফএ সভাপতি আ.জ.ম. নাছির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব মনজুর আলম মনজু, অপর সহ-সভাপতি একেএম শহিদুল ইসলাম (গতবারের সা.সম্পাদক) ও কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহানকে রেখে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছিল বিকেলে। সবাই মনে করেছিল বিক্রি হওয়া অপর ৩টি মনোনয়নপত্র জমা পড়বে না। কিন্তু রাত পৌনে ৮টার দিকে সাবেক জাতীয় তারকা ফুটবলার এজাহারুল হক টিপু সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলে ঘোর কাটে সকলের। টিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছি এবং জমা দিয়েছি, প্রত্যাহারের প্রশ্নই আসে না।’ আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামীকাল চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন