শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নারী দলের ব্যাটিং কোচ বাবুল

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নারী দলের জন্য বিশেষজ্ঞ কোচ নিযুক্ত করতে চেয়ে সেই পথে হাটেনি বিসিবি। বিপিএল থ্রি’র শিরোপা জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিনকে ব্যাটিং পরামর্শক কোচ হিসেবে টি-২০ বিশ্বকাপে অ্যাসাইনমেন্ট দিতে চেয়েও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই ফিল্ডিং কোচকে দেয়নি দায়িত্ব। তবে শেষ পর্যন্ত বিকেএসপিতে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে বাংলাদেশ নারী ক্রিকেট দল ব্যাটিং কোচ হিসেবে পেয়েছে অনূধ্ব-১৯ দলের হেড কোচ মিজানুর রহমান বাবুলকে। টুর্নামেন্টটি সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলকে। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করে দিয়েছেন তিনি। গতকাল বিকেএসপিতে ছেলেদের অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের বিপক্ষে জাতীয় নারী ক্রিকেট দলের প্রস্তুতিমূলক একটি ম্যাচ খেলে। এদিন মাঠে উপস্থিত থেকে মেয়েদের ব্যাটিং নিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন বাবুল। নিজের দায়িত্ব সম্পর্কে স্থানীয় এই কোচ বলেন, ‘দলটি আগে থেকেই প্রস্তুতিতে ছিলো। আমাকে হেল্পিংহ্যান্ড হিসেবে বিসিবির পক্ষ থেকে নিয়োগ দেয়া হয়েছে। আমি মূলত: বিশ্বকাপে যাওয়ার আগে এদের কিছু দিক নির্দেশনা দিবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন