স্পোর্টস ডেস্ক : গত বছর এক দিনের আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। টেস্ট থেকে তো সরে গিয়েছেন ২০১০ সালে। সামনের সপ্তাহেই ৩৬-এ পা দিচ্ছেন। এমন সময়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ভাবনা পুনর্বিবেচনার কথা জানালেন শাহিদ আফ্রিদি। পরিবারের চাপেই এমন ভাবছেন বলে জানাচ্ছেন আফ্রিদি। আগে বলেছিলেন, ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নেবেন। কিন্তু এখন বলছেন, সেই সিদ্ধান্ত বদল হতে পারে। দুবাই থেকে বাংলাদেশে যাওয়ার আগে আফ্রিদি বলেন, ‘আমি ভেবেছিলাম বিশ্ব টি-টোয়েন্টির পর অবসর নেব। কিন্তু, আমার পরিবারের বড়রা এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু চাইছেন, আমি আরও কটা দিন খেলি। তাই আমি আবার সে সব নিয়ে ভাবছি।’
এশিয়া কাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন আফ্রিদি। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত। তার আগে আফ্রিদি নিজের সিদ্ধান্ত নিয়ে বলছেন, ‘আমার পরিবারের অনেকেই বলছেন, এক দিনের ম্যাচ থেকে অবসরের সিদ্ধান্ত ঠিক আছে। কিন্তু, টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়া এখনই ঠিক হবে না। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে ভাবতে হবে।’
পাকিস্তানে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট আফ্রিদিরই- ৯০ ম্যাচে ৯১টি। শুধুই কি চারপাশের লোকজনের চাপ? নিজেব ভাবনাটাও কি দোলা দিচ্ছে না! সেটা বোঝা গেল পরের কথাতেইÑ ‘পাকিস্তান থেকে এমন কোনো প্রতিভাও উঠে আসছে না। আবার এমন নয় যে আমি কারো জায়গা দখল করে রেখেছি।’ কিন্তু বর্তমানে তার ফর্ম খুব সুবিধের নয়, যা ভাবাচ্ছে অধিনায়ককে, ‘আমি এশিয়া কাপ এবং তার পর বিশ্ব টি-টোয়েন্টির ফল কেমন হল তার দিকে তাকিয়ে আছি। এর পরই আমি বাকিটা ভাববো। আমি যদি দেখি ভালো ভাবে এগোতে পারছি, তা হলে হয়তো থাকবো। তা না হলে নতুন কোনো প্রতিভাবানের জন্য জায়গা করে দেবো।’
এদিকে, এশিয়া কাপে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। গেলপরশু রাতে শহিদ আফ্রিদির নেতৃত্বে দলটি পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছে। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলটি সরাসরি উঠেছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। আসরে পাকিস্তানীরা তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৭ ফেব্রæয়ারি। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্ব›দ্বী ভারত। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণেই গড়া পাকিস্তানের এই টি-২০ ক্রিকেট দলটি। দলে আফ্রিদি কিংবা মোহাম্মদ হাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন মোহাম্মদ নেওয়াজ ও সারজিল খানের মতো আন্তর্জাতিক ক্রিকেটের আনকোড়া ক্রিকেটাররাও। ৩৪ বছরের সামি পাকিস্তান সুপার লিগের ছ’ম্যাচে নেন ১১ উইকেট। পিএসএলে আট ম্যাচে ১৯০ রান করা খালিদ লতিফও ডাক পেয়েছেন। শাহিদ আফ্রিদির নেতৃত্বে টিমে আছেন মোহাম্মদ আমিরও। যাকে নিয়ে বিরাট কোহলি বলছেন, ‘ওকে ফিরতে দেখে আমি খুব খুশি। আমির বিশ্বমানের বোলার। পাঁচ বছর মাঠের বাইরে না থাকলে আজ বিশ্বের সেরা তিনের মধ্যে থাকত।’
এশিয়া কাপে আগামীকাল
পাকিস্তান-ভারত, সন্ধ্যা সাড়ে ৭টা
শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন