শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বিএসএলের লোগো উন্মোচন রোববার

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রোববার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উন্মোচন হবে বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) লোগো। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএসএলের স্বত্বাধিকারী সাইফ পাওয়ারেটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন। এসময় বাফুফে সহ-সভাপতি বাদল রায়, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক সারওয়ার আনাম ও কর্মকর্তা নাজমুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন। সম্মেলনে তরফদার রুহুল আমিন জানান, বিএসএলর লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয়। আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকবেন দেশের শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল কর্মকর্তারাও।
লোগো উন্মোচিত হওয়ার পর পরই বেঁজে উঠবে বিএসএলের থিম সং। কিংকর আহসান খানের কথায় ও ভারতীয় গীতিকার ডাব্বু মালিকের সুরে থিম সংটি গাইবেন হালের কলকাতা মাতানো গায়ক সত্যজিত। তার গানের সঙ্গে নাচবে ঈগল ডান্স গ্রæপের সদস্যরা। অনুষ্ঠান উপভোগ করতে দর্শকদের জন্য স্টেডিয়ামের গ্যালারি উন্মুক্ত থাকবে। অতিথিরা বসবেন মাঠে। লোগো উন্মোচন অনুষ্ঠানের শেষ দিকে থাকবে চোখজুড়ানো আতশবাজি প্রদর্শনী। আয়োজকরা জানান, এই অনুষ্ঠানের বাজেট ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। রুহুল আমিন তরফদার বলেন, ‘লোগো উন্মোচনের মাধ্যমে উন্মোচিত হবে বাংলাদেশ ফুটবলের নতুন এক দিগন্ত।’ তিনি যোগ করেন, ‘বিএসএলের ফিন্যান্সিয়াল মডেল তৈরি করা হচ্ছে। যা ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেবে তাদের বিনিয়োগ করা অর্থের যথাযথ হিসাবের নিশ্চয়তা। আধুনিক ফুটবলের প্রাণ হচ্ছে বিপণন। বিএসএল দেশের ফুটবলে একটি নতুন পণ্য। আমরা এটিকে বাংলাদেশের ফুটবলে নতুন ধারা শুরুর ক্ষেত্র হিসেবেই দেখছি। দলের মালিকরা কি পাবে, কি পরিমাণ অংশ ভাগ বাটোয়ারা হবে এবং কোন কোন খাতে আয় ও ব্যয় হবে সবকিছু বিচার বিশ্লেষণ করেই আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে আমন্ত্রণ জানাবো। মার্চ মাসের শেষ দিকে কর্পোরেট নাইট করে ফ্র্যাঞ্চাইজিগুলো বিক্রির উদ্যোগ নেয়া হবে। সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়াবে বিএসএল।’
বাফুফে সহ-সভাপতি বাদল রায় বলেন, ‘এ ধরনের আয়োজনের জন্য আমরা সাইফ পাওয়ারটেককে ধন্যবাদ জানাই। তারা বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করছে। যদিও দেশের আটটি প্রস্তাবিত ভেন্যুর সবগুলো এখনও প্রস্তুত নয়। আমরা সরকারের শীর্ষপর্যায়ে আলোচনা করে ভেন্যুগুলো তৈরির উদ্যোগ নেবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন