শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হোয়াইটওয়াশ এড়াল অজিরা

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথরা যখন ভারত সফরে টেস্ট সিরিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। অ্যারোন ফিঞ্চের টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া তখন নিজেদের মাঠে সিরিজ খুঁইয়ে বসেছে শ্রীলঙ্কার কাছে। ‘বিগ ব্যাশ নির্ভর একাদশ’ হলেও দলের এমন দশা কারই বা ভালোলাগে। তবে স্বস্তির খবর হলো লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার হতাশা নিয়ে ভারতের বিপক্ষে আজ সফরের প্রথম টেস্ট খেলতে নামতে হচ্ছে না স্মিথদের। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৪১ রানে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছে অজিরা।
অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ১৮৮ রানের লক্ষে লঙ্কান দলে এদিন কেউই ‘গুনারতেœ’ হতে পারেননি। ৩.৩ ওভারে ৪১ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা দুর্দান্ত হলেও ৯১ রানে ছয় উইকেট হারিয়ে বসে উপুল থারাঙ্গার দল। ১২তম ওভারে কাপুগেদারা  ও সান্দাকানকে ফিরিয়ে সবচেয়ে বড় অঘটনটা হানেন অ্যাডাম জাম্পা। এর আগে আগের দুই ম্যাচের নায়ক গুনারতেœকেও ফেরান এই লেগ স্পিনার। সাথে যোগ দেন জেমস ফকনারও। দুজনেই নেন তিনটি করে উইকেট। তবে মিডিল অর্ডার ধসে আসল ভূমিকা রাখায় ম্যাচের নায়ক জাম্পাই।
এর আগে অ্যাডিলেড ওভালে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ফিফটিতে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। ৩২ বলে ৫৩ রান করেন অধিনায়ক ফিঞ্চ, ৪৩ বলে ৬২ রান আসে মিচেল কলিঙ্গারের ব্যাট থেকে। এছাড়া বেন ডাক ২১ বলে ২৮ ও ম্যাথু হেড  করেন ১৬ বলে ৩০ রান। দাসুন সনাকা ও লাথিস মালিঙ্গা নেন দু’টি করে উইকেট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও অস্ট্রেলিয়ার মাটিতে এটিই শ্রীলঙ্কার প্রথম টি-২০ হার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন