শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মাগুরায় ৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানির লক্ষ্যে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : ২০২১ সালের মধ্যে দেশে ২ লাখ আইটি প্রফেশনাল তৈরি ও এ খাত থেকে ৫ লাখ বিলিয়ন মার্কিন ডলার উপার্জনের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে মাগুরা আইসিটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলার বিভিন্ন কলেজের প্রায় ৫শ’ ছাত্র-ছাত্রী এ ক্যাম্পে অংশ নেয়। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ও আইসিটি ডিভিশনের আয়োজনে ক্যাম্পটি পরিচালনা করে ইন্টারস্পিড এ্যাকটিভিশন লিঃ। স্থানীয় আছাদুজ্জামান অডিটরিয়ামে ক্যারিয়ার ক্যাম্প উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খন্দকার আজিম আহমেদ। ক্যাম্প পরিচালনা করেন এলআইসিটি প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট আসাদুর রহমান নাইম। ইন্টারস্পিড এ্যাকটিভেশন লিঃ-এর একাউন্ট ম্যানেজার শাহাদত হোসেন শামিম জানান, ২০২১ সালের মধ্যে দেশ ৫ লাখ বিলিয়ন মার্কিন ডলার এর আইটি পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সারা দেশে ২০ লাখ দক্ষ আইটি প্রফেশনাল তৈরির কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে খুব শিগগির জেলায় জেলায় আইসিটির উপর টপ অফ ও ফাউন্ডেশন প্রশিক্ষণ শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতেই এ ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে বলে তারা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন