শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ২০% স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নেয়। যা ২০১৭ সালের ২ মে-তে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠানের ৩৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের মাধ্যমে অনুমোদন নেয়া হবে। এর অর্থ শেয়ারহোল্ডার পাঁচটি সাধারণ শেয়ারের জন্য একটি বোনাস শেয়ার পাবেন।
প্রতিষ্ঠানের সূত্র মতে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা যেমনÑ নতুন বিনিয়োগের অভাব, বৈদেশিক বাণিজ্যের নি¤œ গতি, রিয়েল এস্টেট খাত থমকে দাঁড়ানো সত্ত্বেও ২০১৬ সালে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড একটি সম্মানজনক অবস্থান বজায় রেখেছে। ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত কোম্পানির প্রতিবেদন অনুযায়ী, এর অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা, সর্বমোট পরিশোধিত মূলধন ১শ’ ৫১ কোটি ৫০ লাখ টাকা এবং সর্বমোট শেয়ারের সংখ্যা ১৫ কোটি ১৫ লাখ ৫৬৭ জন। ২০১৫ থেকে ২০১৬ সালে শেয়ার প্রতি এর নিট সম্পদ মূল্য বেড়েছে ১৬ দশমিক ৩৩ টাকা থেকে ১৮ দশমিক ৩২ টাকা।  উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন