শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফিফার নতুন সভাপতি ইনফান্তিনো

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন উয়েফার মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো। সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের উত্তরসূরি হবেন সুইস এই ফুটবল কর্মকর্তা। গত ১৮ বছর ধরে ফিফা সভাপতির দায়িত্ব সেপ ব্ল্যাটার পালন করে আসছিলেন। তবে তিনি গত অক্টোবরে ফিফা এথিক্স কমিটি দ্বারা বহিষ্কৃত হন।
গতকাল সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দফতরে দ্বিতীয় রাউন্ডে গড়ানো ভোটাভুটিতে ১১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইতালিয়ান বংশোদ্ভূত ৪৫ বছর বয়সী ইনফান্তিনো। বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ ভোট পান। দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত হতে ১০৪টি ভোটের দরকার ছিল। এর আগে প্রথম রাউন্ডে সর্বোচ্চ ৮৮ ভোট পান ইনফান্তিনো। আর শেখ সালমান পান ৮৫ ভোট। নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে জিততে মোট ভোটের দুই-তৃতীয়াংশ ভোট পেতে হতো কাউকে। বাংলাদেশসহ ২০৭টি দেশের ফুটবল ফেডারেশনের কর্তাব্যক্তিরা ভোট দেন এই নির্বাচনে। এই প্রক্রিয়ায় ভোটের মাধ্যমেই ১৯৯৮ সাল থেকে ফিফার প্রেসিডেন্ট হিসেবে থাকা ব্ল্যাটারের পর নতুন উত্তরসূরি পেলো ফুটবল বিশ্ব। লড়াইটা হয়েছে মূলত শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা, গিয়ানি ইনফান্তিনো, প্রিন্স আলী বিন হোসেন, টোকিও সেক্সওয়াল ও জেরোমে শ্যাম্পেনের মধ্যে। সালমান এশিয়ান ফুটবল কনফেডারেশনের বর্তমান সভাপতি, প্রিন্স আলী জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান, যিনি গত নির্বাচেনে ব্ল্যাটারের সংগে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। ফ্রান্সের জোরোমে শ্যাম্পেন ফিফার সাবেক কার্যনির্বাহী সদস্য, ইতালির ইনফান্তিনো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার জেনারেল সেক্রেটারি ও সেক্সওয়াল দক্ষিণ আফ্রিকা সরকারের সাবেক মন্ত্রী ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন