শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইউসিবি-ইউক্যাশ মোবাইল আর্থিক পরিসেবা চুক্তি

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল আর্থিক পরিসেবা ইউক্যাশের সাথে চুক্তি সম্পাদন করেছে লংকা বাংলা ফিন্যান্স লিমিটেড। স¤প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী, ইউক্যাশের মাধ্যমে লংকা বাংলা ফিন্যান্স লিমিটেডের কার্ড গ্রহীতাবৃন্দ মাসিক বকেয়া ও সর্বনিম্ন প্রদেয় ইউক্যাশের মাধ্যমে পরিশোধ করতে পারবে এবং ডিপিএস গ্রাহকবৃন্দ ইউক্যাশের মাধ্যমে তাদের মাসিক ডিপিএস প্রিমিয়ামও প্রদান করতে পারবে। ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান এবং লংকা বাংলা ফিন্যান্স লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিস্বাক্ষর করেন।
অন্যান্যদের মধ্যে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম এবং মো. তারিকুল আজম, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও মোবাইল আর্থিক পরিসেবা ইউক্যাশের প্রধান এটিএম তাহমিদুজ্জামান, লংকা বাংলা ফিন্যান্স লিমিটেডের এসইভিপি ও হেড অব অপারেশনস এ কে এম কামরুজ্জামান, এসইভিপি ও হেড অব পার্সোনাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস খুরশেদ আলম, ভিপি ও হেড অব লায়বিলিটি ম্যানেজমেন্ট এসএম আবু ওয়াশিব এবং সিনিয়র ম্যানেজার ও হেড অব লায়বিলিটি অপারেশনস শারমিন সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন