শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

‘AAA’ রেটিংয়ে সম্মানিত সামিট পাওয়ার (এসপিএল)

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সামিট গ্রæপের অঙ্গ-প্রতিষ্ঠান ও দেশের বৃহত্তম বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারী সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল) সম্মানজনক দীর্ঘ-মেয়াদী রেটিং ‘অঅঅ’ (ট্রিপল এ) এবং স্বল্প-মেয়াদী রেটিং ST-1 (এসটি-ওয়ান) অর্জন করেছে। ক্রেডিট রেটিং এজেন্সী ঈজওঝখ (ক্রিসেল) কর্তৃক প্রদত্ত এই স্বীকৃতি দেশের অন্যতম স্থিতিশীল ও নির্ভরযোগ্য পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে সামিট পাওয়ারের দৃঢ় অবস্থানকে আরো সংহত করলো এবং শেয়ার বাজারে এর ওপর বিনিয়োগকে আরো নিরাপদ-ঝুঁকিহীন এবং অর্থবহ করলো।
গত রোববার সামিট সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ক্রেডিট রেটিংয়ের এই ঘোষণাপত্র সামিট গ্রæপের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান-এর হাতে তুলে দেন ঈজওঝখ-এর প্রেসিডেন্ট ও সিইও মুজাফ্ফর আহমেদ, এফসিএমএ। সেসময় গ্রæপের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন জাফর উম্মিদ খান, ভাইস চেয়ারম্যান, সৈয়দ ফজলুল হক, এফসিএ, পরিচালক, আজহারুল হক, এফসিএ, পরিচালক, লে. জে. (অব:) আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপনা পরিচালক, এসপিএল, মো. মোজাম্মেল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, এসপিএল, স্বপন কুমার পাল, সিএফও, এসপিএলসহ ঈজওঝখ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন