রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

টানা ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর দেশের শেয়ারবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা তিন কার্যদিবস মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬০৪ পয়েন্টে।
এ উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৮৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৯০ কোটি ৫১ লাখ।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭৪ কোটি ৫৫ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৯ পয়েন্টে এবং ৯ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকা-বাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৭১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ৫৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। লেনদেনে এরপর রয়েছে- কেয়া কসমেটিকস, বিডি থাই, ইসলামী ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, সেন্ট্রাল ফার্মা, এএফসি এগ্রো এবং বেক্সিমকো।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৮৪ কোটি ৩৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২১ কোটি ৩৮ লাখ টাকার বেশি।
সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৫০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৩ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৮৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৮ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শিফার্ড ইন্ডাস্ট্রিজ, বেক্সফার্মা, এসআইবিএল, বিডি থাই, কেয়া কসমেটিকস, আইপিডিসি, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, পিডিএল এবং লাফার্জ সুরমা সিমেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন