রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

নরসিংদীতে ৩ ইটভাটাকে জরিমানা

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : অবৈধ ১২০ ফিট ও জিগজ্যাগ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বাগহাটার মেসার্স পপি ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা, মাধবদীর মহিষাশুরা এলাকার মেসার্স আহসান উল্লাহ ট্রেডার্সকে ২ লাখ টাকা এবং শিবপুর কারারদী এলাকার মেসার্স কেবিএম ব্রিক ফিল্ড’র মালিক খোরশেদ মিয়ার নিকট থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট শাখা, পরিবেশ অধিদপ্তর নরসিংদীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক ছাড়পত্র না থাকায় ও ২,৬ ও ৮ ধারা লঙ্ঘন করায় এই অর্থদ- প্রদান করে।
ভাটার মালিকদের নিকট থেকে তাৎক্ষণিকভাবে এই অর্থ আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্টেট মোসাদ্দেক মেহেদী ইমামের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর সিনিয়র ক্যামেস্টি মোঃ আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহিদ, সদর দপ্তরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, র‌্যাবের ইন্সপেক্টর রহমানসহ পুলিশের এসআই হাবিবের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয়।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন