মীম মিজান
হিরোশিমা-নাগাসাকির ধ্বংসস্ত‚প;
হালাকু খানের বাগদাদ ধ্বংসের চিত্র;
সিরাজুদ্দৌলার পরাজয় বরণ;
এ সবই হার মানে আমার হৃদয়ের ক্ষতের কাছে।
হিটলারের ইহুদি নিধনে তাদের মর্মবেদনা;
বুশের বোমায় আফগানিস্তানের বিলীন ছবি;
ফ্রান্সের লরিতে পিষ্ট জনতার চিৎকার;
কিয়দংশ ভাগ সম;
আমার হৃদয়ের ক্ষতের কাছে।
জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞ হার মানে;
হার মানে তিয়েন আনমেন স্কয়ারের রক্ত;
পাঁচই মের রক্তগঙ্গা সেও নিছকই তুচ্ছ
বনে যায়;
আমার হৃদয়ের তাজা ক্ষতের কাছে।
সুনামীর ঢেউয়ের কতই গতি?
পোখরার ভ‚মিকম্পের কতই ক্ষতি?
সিডরের কতইবা মারার শক্তি?
সবগুলি মিলে এ হৃদয়ের ক্ষতের কাছে শূন্য।
ম্যান্ডেলার সাতাশ বছরের কারাভোগ;
সেন্ট হেলেনায় নির্বাসিত নেপোলিয়নের দুঃখ;
গুয়ান্তানামো বে’র বন্দিদের নির্যাতন নিনাদ;
হবে কি আমার হৃদয়ের ক্ষতের এক দশমাংশ?
ফেলানির কাঁটাতারে ঝুলে থাকার লজ্জা;
রানা প্লাজায় হাজারো তারার এক সাথে সজ্জা;
পাইপে পতিত জিহাদের মায়ের বুকফাটা কান্না;
নিতে পারে ভাগ সামান্যই এ ক্ষতের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন