শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

ভারতের রক পেবলস ন্যাশনাশ লিটারেরি এওয়ার্ড-২০১৭ পাচ্ছেন

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কবি সায়ীদ আবুবকর
নব্বইয়ের দশকের অন্যতম কবি সায়ীদ আবুবকরকে প্রদান করা হচ্ছে ভারতের ‘রক পেবলস ন্যাশনাশ লিটারেরি এওয়ার্ড-২০১৭’। ‘রক পেবলস’ উড়িশ্যা থেকে প্রকাশিত একটি ইন্টারন্যাশনাল সাহিত্য পত্রিকা। পত্রিকাটির ত্রিশ বৎসর পূর্তি উপলক্ষে এ বছরের সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে উড়িশ্যার কবি ড. সরোজ কে. প্যাধি ও বাংলাদেশের কবি সায়ীদ আবুবকরকে। আগামী ২৩ এপ্রিল রক পেবলস-এর ত্রিশ বৎসর পূর্তি সাহিত্য সম্মেলনে সংবর্ধিত দুই দেশের দুই কবির হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার। কবি সায়ীদ আবুবকর ১৯৭২ সালের ২১ সেপ্টেম্বর যশোর জেলার রামভদ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০। প্রণয়ের প্রথম পাপ (১৯৯৬), জুলেখার শেষ জাল (২০০৪), সাদা অন্ধকারে কালো জ্যোৎন্সায় (২০০৬), বঙ্গেতে বসতি (২০০৮), এবার একটিবার একসাথে (২০১১), আমার কোথাও যাওয়ার নেই (২০১৭) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি বাংলা ভাষায় মধুসূদনের ইংরেজি কবিতার অনুবাদক। তার কবিতা প্রকাশিত হয়েছে ইংরেজি, স্প্যানিশ, চাইনিজ, রাশিয়ান, উডিশা ও আরবি ভাষায়। তার কবিতা পাঠ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে। পোয়েমহান্টারের জরিপে তিনি বিশ্বের শীর্ষ ৫০০ কবির অন্যতম। Ñবিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
rezakarim ৩ এপ্রিল, ২০১৭, ১২:৪৯ এএম says : 0
congratulations kobi Saeed Abu bakr vai, Go ahead with your mighty head.
Total Reply(1)
Sayeed Abubakar ৭ এপ্রিল, ২০১৭, ৫:৪৭ পিএম says : 4
Thank you very much.
Rubel ২৩ জানুয়ারি, ২০১৯, ৭:৫৯ এএম says : 0
আমাদের শ্রদ্ধেয় টিচার আমাদের গর্ব
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন