শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিঙ্গার রেফ্রিজারেটরের জ৬০০ধ গ্যাস ৫০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্বনামধন্য হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড সিঙ্গার বাজারে এনেছে জ৬০০ধ গ্যাস (রেফ্রিজারেন্ট) সমৃদ্ধ রেফ্রিজারেটর। জ৬০০ধ গ্যাস সমৃদ্ধ রেফ্রিজারেটর বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। সাধারণ ফ্রিজের তুলনায় জ৬০০ধ গ্যাস সমৃদ্ধ সিঙ্গার রেফ্রিজারেটর ৫০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে।
সাধারণ গ্যাস/রেফ্রিজারেন্ট ব্যবহারের কারণে বিদ্যুৎ খরচ বেশি হয় এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকর। তাই অদূর ভবিষ্যতে জ১৩৪ধ গ্যাস নিষিদ্ধ হতে যাচ্ছে। এছাড়াও পরিবেশগত ঝুঁকি ও অত্যধিক বিদ্যুৎ ব্যবহারের কারণে অধিকাংশ উৎপাদক দেশই জ১৩৪ধ-এর উৎপাদন বন্ধ করে দিচ্ছে। ফলে জ৬০০ধ গ্যাস ব্যবহৃত হচ্ছে এমন রেফ্রিজারেটর ক্রয় না করলে, পরবর্তীতে পুরনো
ফ্রিজের সার্ভিসিং সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে।
উন্নত বিশ্বে জ৬০০ধ গ্যাসের ব্যবহার অনেক আগেই শুরু হয়েছে। বিশ্বব্যাপী এর ব্যবহার দিন দিন বাড়ছে। জ৬০০ধ গ্যাসের ওজন স্তরের ওপর কোনো প্রভাব নেই, ফলে গ্যাসটি স¤পূর্ণরূপে পরিবেশবান্ধব।-প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন