শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

দেবীগঞ্জে চাষী পর্যায়ে পাটবীজ উৎপাদন প্রকল্পের টাকা ব্যাপক লুটপাট

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : বাংলাদেশ সরকার পাট ও বস্ত্র মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তরাধীন গৃহীত প্রকল্প চাষী পর্যায়ে উন্নত পাটবীজ উৎপাদনের লক্ষ্যে রংপুর বিভাগে ৪০টি উপজেলায় ১০ হাজার চাষীর মধ্যে ইতোমধ্যে ২০১৬-১৭ অর্থবছরে প্রতিটি উপজেলায় ১ লক্ষ ২ হাজার টাকা সার ও কীটনাশক বিতরণের জন্য বরাদ্দ দেয়া হয়। পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলায় অনুরূপভাবে বরাদ্দ হওয়ার পর ১ ফেব্রæয়ারী দেবীগঞ্জ উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর গত ১৫ ফেব্রæয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ২০ জন চাষীকে মাথাপিছু ইউরিয়া ১০ কেজি, টি.এস.পি ৫ কেজি, এমপি ১ কেজি সার বিতরণ করেন। অবশিষ্ট ২৩০ জন চাষীকে ডিলারের মাধ্যম ইউনিয়নভিত্তিক সার বিতরণ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। সুদীর্ঘ ১৫ দিন পর ২৮ ফেব্রæয়ারী পর্যন্ত কোন চাষীকে আর সার বিতরণ করে নি। অত্র দেবীগঞ্জ উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ আউয়াল ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অবিনাশ চন্দ্র রায়কে আজ পর্যন্ত কোন চাষী চিনে না। সংশ্লিষ্ট পাট বীজ উৎপাদন প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে পাট চাষীদের দাবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন