মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) গতকাল ‘আন্তর্জাতিক নারী দিবস ২০১৭’ উদযাপন করেছে। অনুষ্ঠানে এমটিবির চেয়ারম্যান, এম এ রউফ, জেপি, পরিচালকবৃন্দ, মো: আব্দুল মালেক, খাজা নারগিস হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ খান বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে চার সফল নারী ব্যক্তিত্ব, ইনার হুইল ডিস্ট্রিক্ট এর ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ, মুনিরা খান,বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী, ফাতেমা তুজ জোহরা, অ্যাসোসিয়েশন ফর গ্রাস রুট ওমেন এন্ট্রাপ্রেনিউরস্, বাংলাদেশ (এজিডবিøউইবি)-এর প্রেসিডেন্ট, মৌসুমী ইসলাম এবং সফল নারী উদ্যোক্তা স্মার্ট লেদার প্রোডাক্টস্-এর প্রোপ্রাইটর, মাসুদা ইয়াসমীন উর্মিকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানান।
অন্যান্যের মধ্যে এমটিবির প্রধান কার্যালয়ের ও ঢাকা মহানগরীর বিভিন্ন এমটিবি শাখায় কর্মরত নারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ডিপার্টমেন্ট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এমটিবি টাওয়ার, বাংলামটর, ঢাকায় কেক কেটে দিবসটি উদ্যাপন করেন।-প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন