শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

শাহরাস্তিতে বৃষ্টির পানিতে ফসলের ব্যাপক ক্ষতি

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : শাহরাস্তিতে বৃষ্টির পানি জমে ইরি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পৌর এলাকায় বেশ কিছু ফসলি জমির ইরি ধান কোমর সমান পানিতে ডুবে গেছে। পৌর ৮নং ওয়ার্ডে কৃষি জমির মাটি বিক্রয় করার ফলে জমিতে গর্তের সৃষ্টি হয়। সে কারণে বৃষ্টি হলে জমিগুলো পানিতে ডুবে যায় অপরদিকে বিভিন্ন খালের মুখে নদীর সংযোগ স্থলে বাঁধ নির্মাণ করে সেচ প্রকল্পের কাজ চালিয়ে আসছে। বৃষ্টি হওয়ার ফলে পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় এই ক্ষতি সাধিত হয়। পৌর ৮নং ওয়ার্ডের কৃষক মোঃ আজগর হোসেনসহ অন্যান্য কৃষকরা জানায়, আমাদের ধানের জমিতে কোমর সমান পানি। এছাড়া এলাকায় অনেক জমিতে কোথায়ও কোমর সমান পানি রয়েছে। এ পানির ফলে আমাদের রোপা ইরি ফসলের ব্যাপক ক্ষতি হয়। গত কয়েকদিন যাবৎ অবিরাম বৃষ্টি হওয়ায় পানি দ্রæত নিষ্কাশন না হওয়ায় মাঠে জমে যায়। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে অবগত আছি এবং আমি নিজে সরেজমিন তদন্ত করে সেচ প্রকল্পের মালিকে বাঁধ কেটে দেয়ার অনুরোধ জানাই। কিন্তু তিনি বাঁধ কাটেননি। পরে পানির তোড়ে বাঁধ ভেঙ্গে যায়। তবে বাঁধ ভেঙ্গে গেলেও পানি নিষ্কাশন প্রর্যাপ্ত নয়। বিভিন্ন খালের তলদেশ পলি মাটি জমে ভরাট হয়ে রয়েছে। যার ফলে পানি নিষ্কাশনে অনেক সময় লাগে। আমি এ ব্যাপারটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন