মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

নাচোলে বিএমডিএ নির্মিত পানির ওভারহেড ট্যাঙ্ক উদ্বোধন

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএমডিএ কর্তৃক ১২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ সুপেয় খাবার পানি সরবরাহ আন্ডারগ্রাউন্ড পাইপলাইন এবং ওভারহেড ট্যাঙ্কের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় স্থানীয় এমপি মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস সুপেয় খাবার পানি সরবরাহ এ প্রকল্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক, বিএমডিএ নাচোল জোনের সহকারী প্রকৌশলী শাহ মোহাম্মদ মুঞ্জুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান। এছাড়াও ইউপি আ’লীগ সভাপতি গোলাম মোস্তফা, আ’লীগ নেতা আবুরেজা মোস্তফা কামাল শামীম, ছবিলাল বর্মণ, আব্দুল হালিম প্রমুখ। উল্লেখ্য, উপজেলার ৩নং নাচোল ইউপি’র ভাতসা গ্রামের গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করে ওভারহেড ট্যাঙ্কে সংরক্ষণ ও ৮শ’ ফিট আন্ডারগ্রাউন্ড সঞ্চালন পাইপ লাইনের মাধ্যমে বিতরণ করে গ্রামের ২শ’ পরিবারের ২ হাজার লোকের সুপেয় খাবার পানির দুষ্প্রাপ্যতা রোধে ১২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাচোল জোনের উদ্যোগে এ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন