বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বুয়েটে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গত মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএটি)-এর সেমিনার কক্ষে আইএটি কর্তৃক আয়োজিত ‘ডেভেলপমেন্ট অব কম্পিটিটিভ বিজনেজ প্ল্যান উইথ মডার্ন টেকনোলজিস ইন লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর’ শীর্ষক ৩ দিনব্যাপী (১২-১৪ মার্চ) প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকৌশল ও শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও প্রকৌশলসহ ৩০ জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইএটিসহ বিভিন্ন বিভাগের ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা উক্ত কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. এম কামাল উদ্দিন। আইএটির সহকারী অধ্যাপক ইফতেখার উদ্দিন ভূঞা ধন্যবাদ জ্ঞাপন করেন।-বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন