বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ফুলছড়িতে মিষ্টি আলুর মাঠ দিবস

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়িতে কমলা শাসযুক্ত মিষ্টি আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ইউকেএআইডির অর্থায়নে আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র (সি.আই.পি) কর্তৃক পরিচালিত ইউকেএইড সাসটেইন প্রজেক্টের বাস্তবায়নে গতকাল বুধবার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের কৃষাণী মাহমুদা বেগমের জমিতে কমলা শাসযুক্ত মিষ্টি আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক অফিসার ড. আব্দুল্লাহ আল মাহমুদ। গাইবান্ধা জেলা ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর রমজান আলীর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার রুহুল আমিন, ব্র্যাক প্রতিনিধি কৃষিবিদ গোলাম আজম, কৃষিবিদ মনোয়ার হোসেন, চাষী মাহমুদা বেগম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন