বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ব্যাংক খাতের উত্থানে সূচক বৃদ্ধির ধারা অব্যাহত

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : গত সোমবার সূচক পতনের পর টানা দ্ইু কার্যদিবস পুঁজিবাজারে সূচক বেড়েছে। ব্যাংক খাতের শেয়ারের দাম বৃদ্ধির ফলে দিনভর সূচকের ওঠানামা শেষে বুধবার দেশের উভয় বাজারে সূচক বেড়েছে। গতকাল ব্যাংক খাতের ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩ পয়েন্ট। এর আগের দিন মঙ্গলবার বেড়েছিলো ২২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১১ পয়েন্ট। এর আগের দিন বেড়েছিলো ৩৭ পয়েন্ট। তার আগের দিন সোমবার উভয় বাজারে সূচক পতন হয়েছিলো। তবে তার আগের টানা পাঁচ কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছিলো।
ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩৪ কোটি ০৭ লাখ ৪৮ হাজার ৫৬৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬৪ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১ কোটি টাকার।
তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮৪ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫১ পয়েন্ট এবং শরীয়াহ্ সূচক ০ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লি:, ন্যাশনাল ব্যাংক লিঃ, আরএসআরএম স্টিল, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা ও ইসলামি ব্যাংক লিঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো আরামিট সিমেন্ট, সায়হাম টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিডি অটোকারস, তসরীফা ইন্ডাঃ, প্রাইম ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল ও আইপিডিসি।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো এসআইবিএল, প্রাইম ইন্সুরেন্স, আইডিএলসি, এশিয়া ইন্সুরেন্স, বিডি ফাইন্যান্স, আইএফআইসি, ওয়ান ব্যাংক লিঃ, ইউনাইটেড ইন্সুরেন্স, গোল্ডেন সন্স ও পূরবী জেনারেল ইন্সুরেন্স।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ৬০৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৯৩৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬২ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৭৪ টাকার। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৯টি, কমেছে ১১৬টি এবং ৩৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন