স্টাফ রিপোর্টার : গ্রামীণফোনের নতুন প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মোহাম্মদ শাহেদ। তিনি আগামী ১ এপ্রিল থেকে বিদায়ী সিএইচআরও মোঃ শরিফুল ইসলাম এর স্থলাভিষিক্ত হবেন। গতকাল (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী মোহাম্মদ শাহেদ টেলিনর ইন্ডিয়ার সিএইচআরও হিসেবে কর্মরত ছিলেন। তিনি দ্বিতীয়বারের মতো গ্রামীণফোনের সিএইচআরও হিসেবে যোগ দিচ্ছেন। এর আগে তিনি ২০১৫’র আগস্টে টেলিনর ইন্ডিয়াতে যোগ দেন। ২০১২’র নভেম্বরে গ্রামীণফোনে যোগ দেয়ার আগে তিনি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোতে উৎপাদন খাতে এবং সিএইচআরও হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ, ইরান, পাকিস্তান, মালয়শিয়া এবং যুক্তরাজ্যে উচ্চপদে কাজ করেছেন। শাহেদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং তার ব্যবসায় প্রশাসনে স্নাতোকোত্তর ডিগ্রী আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন