শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পার্বতীপুরে হাট-বাজার ইজারার পে-অর্ডারে গরমিল : ব্যবস্থা গ্রহণের সিন্ধান্ত

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুর উপজেলার ৫০টি হাট-বাজারের ইজারা প্রদানে ২টি হাট- বাজারের পে-অর্ডারে গরমিল থাকায় ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি। গত বরিবার অনুষ্ঠিত উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।
জনা গেছে, বাংলা ১৪২৪ সনের জন্য পার্বতীপুর উপজেলা ৫০টি হাট-বাজার ইজারার আওতায় আনা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ৪৫টি দ্বিতীয় পর্যায় ৩টি এবং তৃতীয় পর্যায় ২টি হাট-বাজার ইজারা প্রদান করা হয়। ইজারা প্রদানকালে ৫০টি হাট- বাজারের সর্বোচ্চ দরদাতাদের দাখিলকৃত দরের ৩০% বিডি যাচাইয়ের জন্য বিডি ইস্যুকৃত ব্যাংকের নিকট হতে যাচাই প্রতিবেদন চাওয়া হয়। এর মধ্যে ব্যাংক থেকে পাঠানো যাচাই প্রতিবেদনে উপজেলা ১০ নম্বর হরিরামপুর ইউপির আনন্দ বাজারের সর্বোচ্চ দরদাতা খলিলপুর সরদারপাড়া গ্রামের সাদিকুল ইসলামের পুত্র মেজবা আহম্মেদের পে-অর্ডার নং- ১৬৫২২৪৫ (জনতা ব্যাংক লি:, সৈয়দপুর শাখা) ও ৯ নং হামিদপুর ইউপির ঢ়েডের হাটের সর্বোচ্চ দরদাতা একই গ্রামের সাদিকুল ইসলামের পুত্র আব্দুল্লাহ আল-মামুনের পে-অর্ডার নং- ১৬৫২২৪১ (জনতা ব্যাংক লি:, সৈয়দপুর শাখা) যাচাই অন্তে প্রাপকের নাম ও টাকার গরমিল রয়েছে বলে ব্যাংক থেকে প্রতিবেদন দেয়া হয়। এরই প্রেক্ষিতে গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির এক সভায় পে-অর্ডার প্রাপকের নাম ও টাকার অংকের গরমিল থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিন্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন