স্পোর্টস ডেস্ক : মার্কাস রাশফোর্ড। বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে মিডজির্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা যারা দেখেছেন নামটি শুধুমাত্র তাদের কাছেই পরিচিত লাগতে পারে। ঐ দিনই লাল জার্সি গায়ে অভিষেক হয় ১৮ বছর বয়সী এই তরুণ ইংলিশ ফরোয়ার্ডের। নেমেই করেছিলেন দুই গোল! গতকাল একই মঞ্চে উত্তাপ ছড়ানো ম্যাচে আর্সেনালকে ৩-২ গোলে হারানোর নায়কও রাশফোর্ড। নিজে করলেন দুই গোল, বাকিটা করালেন মিডফিল্ডার আন্দের হেরেইরাকে দিয়ে। এবারের আসরটা অবশ্য প্রিমিয়ার লিগ। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর গানারদের লডাইয়ে ফেরান ড্যানি ওয়েলব্যাক। আর দ্বিতীয়ার্ধে ৩-১ গোলে পিছিয়ে পড়ার পর ৬৯ তম মিনিটে ওজিলের গোলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে থাকে আর্সেন ওয়েঙ্গারের দল। ম্যাচ শেষে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। পয়েন্ট তালিকার চতুর্থ দল ম্যানচেস্টার সিটির সাথে লুইস ফন গালের দলের পয়েন্ট ব্যবধান এখন ৩। যদিও এক ম্যাচ কম খেলেছে সিটি।
রাতের আরেক হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে পিছিয়ে পড়েও সোয়ানসির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল টটেনহ্যাম।
পরশু রাতে সাউথ্যাম্পটনের মাঠে পিছিয়ে পড়েও ফেব্রিগাস ও ইভানোভিচের গোলে ২-১ গোলে জিতেছে চেলসি। এই জয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বরে উঠে এসেছে ব্লুরা। একই দিনে নিজেদের মাঠে একেবারে শেষ সময়ে লিওনার্দো ওলোয়ার গোলে জয় নিয়ে লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে লেস্টার সিটি। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট ।
ওদিকে বুন্দেসলিগায় শিরোপার পথে জয়ের অব্যহত রেখেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে পরশু ভল্ফসবুর্গের বিপক্ষে পেপ গুার্দিওলার শিষ্যদের জয়টি ছিল ২-০ গোলের। গোল করেন কিংসলে কোম্যান ও রবার্ট লেভান্দোভস্কি। চলতি লিগে এটি বায়ার্নের ২০তম জয়। ২৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিগের শিরোপাধারীরা। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের ২২ ম্যাচে ৫১পয়েন্ট।
এছাড়া ইতালিয়ান সিরি আ লিগে স্টেফান এল শারাউইয়ের জোড়া গোলে এম্পোলিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে এএস রোমা। তোরিনোর বিপক্ষে ১-০ গোলে জিতেছে এসি মিলান।
এক নজরে ফল
স্প্যানিশ লা লিগা
গেতাফে ০-১ সেল্টা ভিগো
স্পোর্টিং গিজন ২-৪ এস্পানিওল
রিয়াল বেটিস ২-২ রায়ো ভলকানো
রিয়াল সোসিয়াদাদ ১-১ মালাগা
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানইউ ৩-২ আর্সেনাল
টটেনহ্যাম ২-১ সোয়ানসি
ওয়েস্ট হ্যাম ১-০ সান্ডারল্যান্ড
লেস্টার ১-০ নরউইচ
সাউদাম্পটন ১-২ চেলসি
স্টোক ২-১ অ্যাস্টন ভিলা
ওয়টফোর্ড ০-০ বোর্নমুথ
ওয়েস্টব্রম ৩-২ ক্রিস্টাল প্যালেস
জার্মান বুন্দেসলিগা
ভল্ফসবুর্গ ০-২ বায়ার্ন মিউনিখ
হামবুর্গ ১-১ ইঁগোলস্টেট
ওয়ের্ডর ব্রিমেন ২-২ ডার্মস্টেট
স্টুটগার্ট ১-২ হ্যানোভার
ফ্রেঞ্চ লিগ ওয়ান
মন্তপিলার ৩-০ লিলি
গুইনগ্যাম্প ২-২ অঁজার
রেইমস ৪-১ বোর্ডেক্স
তুলুস ১-২ রেনিস
টায়োস ০-১ লরিয়েন্ত
ইতালিয়ান সিরি আ লিগ
এম্পোলি ১-৩ রোমা
এসি মিলান ১-০ তোরিনো
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন