ইউনিলিভার বাংলাদেশ-এর ওরাল কেয়ার ব্র্যান্ড পেপসোডেন্ট-এর সহযোগিতায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরাতে গত ২০ মার্চ উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ২০১৭’। সারা দেশের তিন হাজারেরও বেশি ডেন্টিস্টের অংশগ্রহণে সকাল ৮টায় র্যালির মাধ্যমে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’-এর কর্মসূচী শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. হুমায়ূন কবির বুলবুল, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর কর্তৃপক্ষবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহিদ মালেক, এমপি (প্রতিমন্ত্রী, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার)। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, সংসদ সদস্য; ডা. মুস্তাফা জালাল মহিউদ্দিন, প্রেসিডেন্ট বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন; অধ্যাপক ডা. এম. ইকবাল আরসালান, প্রেসিডেন্ট, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ আব্দুল কাশেম, প্রেসিডেন্ট বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।- প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন