বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাখরাবাদের অভিযানে ৩শ’ ফুট অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে বাখরাবাদ গ্যাস কোম্পানির অভিযানে ৩শ’ ফুট অবৈধসংযোগ পাইপসহ ২টি আবাসিক ও একটি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে ফেনী বাখরাবাদ গ্যাস অফিসের বিতরণ বিভাগের ব্যবস্থাপক আবু সাইদ সরকারের নেতৃত্বে অভিযানে অংশ নেন প্রকৌশলী নজরুল ইসলাম, সার্ভেয়ার আমির হোসেন ও রেভিনিউ কর্মকর্তা আবুল কাশেমসহ গ্যাস অফিসের লোকজন। এ সময় শহরের পূর্ব উকিলপাড়ায় আবদুল হক নামে এক ব্যক্তির নবনির্মিত ৬য় তলা বিল্ডিংয়ে গ্যাস সংযোগ দেবার জন্য অবৈধভাবে টানা ৩শ’ ফুট পাইপ উত্তোলন করা হয়। অবৈধ সংযোগ উত্তোলন করতে গেলে আবদুল হক গ্যাস কোম্পানির লোকদের উপর হামলা করার চেষ্টা চালায়। আবদুল হক গ্যাস অফিসের টেকনিশিয়ান এনামের মাধ্যমে ৩ লাখ টাকার চুক্তিতে ৩৫ হাজার টাকা পরিশোধ করে পাইপ টেনেছে বলে জানায়। পাইপ উত্তোলনে বাধা দিলে একপর্যায়ে ফেনী মডেল থানায় খবর দেয় ব্যবস্থাপক । এ সময় পুলিশের উপস্থিতিতে পাইপলাইন উত্তোলন করে গ্যাস অফিসের লোকেরা। এছাড়া শহরের রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ ফুট পাইপসহ অবৈধ গ্যাসলাইন ও রাইজার উত্তোলন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন