বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিমেন্ট ও কনক্রিট টেকনোলজি বিষয়ে মানিকগঞ্জে ইঞ্জিনিয়ারদের সাথে মেঘনা গ্রুপের মতবিনিময়

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : মানিকগঞ্জের সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের প্রকৌশলীদের নিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উৎপাদিত পণ্য, ফ্রেশ সিমেন্ট ও মেঘনা সীম ডিলাক্স সিমেন্টের গুণগতমান তুলে ধরাসহ বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল প্রতিবাদ্য বিষয় ছিল ‘সিমেন্ট ও কনক্রিট টেকনোলজি’। সম্প্রতি মানিকগঞ্জ সিটি ড্রিম কনভেনশন সেন্টারে মেঘনা গ্রুপের ফ্রেশ সিমেন্ট ও মেঘনা সীম ডিলাক্স সিমেন্টের পক্ষ থেকে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।এতে ফ্রেশ সিমেন্টের জি,এম (ট্যাকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী গোপাল কৃষ্ণ বাগচীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাছান মাহমুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিল্লাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র দে, ফ্রেশ সিমেন্টের মানিকগঞ্জ জেলার একমাত্র পরিবেশক মেসার্স মোল্লা ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন, এজিএম আব্দুল আলীম, অ্যাসেসটেন্ট ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী রাজিব আহম্মেদ, অ্যাক্সিকিউটিভ (ট্যাকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী রুবেল হাসান, অ্যাসেসটেন্ট ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং হাদী মোহাম্মদ বিলাল, সিনিয়র অ্যাক্সিকিউটিভ মো. আব্দুল করিম, মেঘনা সীম ডিলাক্সের সিনিয়র ম্যানেজার আশরাফুল ইসলাম টিটু, সিনিয়র অ্যাক্সিকিউটিভ মো. সাইফুল আলম প্রমুখ। সেমিনারে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। এসময় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উৎপাদিত পণ্য ফ্রেশ সিমেন্ট ও মেঘনা সীম ডিলাক্স সিমেন্ট এর গুণগত মানসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন