স্পোর্টস ডেস্ক : ফুটবল, টেনিস, হকি, রাগবি থেকে শুরু করে অনেক খেলা থাকলেও অলিম্পিকের মত বড় প্রতিযোগিতায় নেই ক্রিকেট। তবে আগামী ২০২৪ সাল থেকে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ পেতে যাচ্ছে পূর্ণাঙ্গ রূপ। অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে জানিয়ে গতকালই আশার আলো জ্বালালেন আইসিসির ক্রিকেট কাউন্সিলের প্রধান ডেভ রিচার্ডসন, ‘আমার মনে হয় আমিসহ বেশিরভাগ সদস্যই ভাবেন ২০২৪ সাল ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্তি করার জন্য সঠিক সময়। আমাদের জুলাইয়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে যাতে আমরা সেপ্টেম্বরের মধ্যেই আবেদন করতে পারি, যেহেতু তখন আর্ন্তজাতিক অলিম্পিক কমিটি ২০২৪ এর অলিম্পিকের জন্য নতুন ক্রীড়া সংযোজনের চিন্তাভাবনা করে থাকে।’
কোন ফরম্যাটে হবে খেলা? এমন এক প্রশ্নের জবাবে রিচার্ডসনের উত্তর, ‘আমার মনে হয়, সময় ও বয়স পরিসর বিবেচনায় টি-২০’ই গবে অলিম্পিকের আদর্শ ফরম্যাট। ক্রিকেট যেহেতু দলীয় খেলা, হয়ত মাত্র ৬ থেকে ৮টি দলের অংশগ্রহণের সুবিধা থাকবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন