শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মহিলা হকিতে নড়াইল ও ঠাকুরগাঁওয়ের জয়

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন মহিলা হকির উদ্বোধনী দিনে জয় পেয়েছে নড়াইল ও ঠাকুরগাঁও জেলা। তবে উদ্বোধনী খেলায় গোলশূণ্য ড্র করেছে দিনাজপুর ও ঝিনাইদহ জেলা। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে নড়াইল ১-০ গোলে হারায় কিশোরগঞ্জকে। ম্যাচের ২৩ মিনিটে বিজয়ী দলের কিমি কর্মকার একমাত্র ফিল্ড গোল করেন। দিনের শেষ ম্যাচে ঠাকুরগাঁও ১-০ গোলে ঢাকাকে হারায়। ঠাকুরগাঁওয়ের পক্ষে শিমু আক্তার সিমা ২৪ মিনিটে একমাত্র ফিল্ড গোলটি করেন।
এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনভীর আদিল খান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন