স্পোর্টস রিপোর্টার : দু’দিন আগেই প্রথম বাবা হওয়ার সুসংবাদ দিয়েছেন তামীম ইকবাল। তবে সদ্য ভুমিষ্ট হওয়া সন্তানকে খুব একটা সময় দিতে পারেননি বাংলাদেশের ড্যাশিং এই ওপেনার। দলের প্রয়োজনে এশিয়া কাপে খেলতে পরের দিনই চলে এসেছেন বাংলাদেশে। ফিরেই অনুশীলনে যোগ দেন। পরে চোটের কারণে দল থেকে ছিটকে পড়া মুস্তাফিজুর রহমানের বদলে স্কোয়াডেও অন্তর্ভুক্ত হয়েছেন। গতকাল নবজাত পুত্র সন্তানের নাম জানালেন বাঁ হাতি এই ওপেনার। তামীমের ছেলের নাম রাখা হয়েছে আরহাম ইকবাল। আর পরিবারের উপাধি হিসেবে উত্তরাধিকার সূত্রে খান থাকছে নামের শেষে। গতকাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলনের ফাঁকে এই তথ্য জানিয়েছেন তামীম নিজেই। আজ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন তামীমরা। তামীম দেশে ফিরলেও তার স্ত্রী-সন্তান এখনো ব্যাংককেই অবস্থান করছেন। তাদের দেশে ফিরতে আরও তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন