স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি প্রতিযোগিতায় বড় জয় পেয়েছে কিশোরগঞ্জ জেলা। দিনের অন্য ম্যাচে ঝিনাইদহ জয় পেলেও প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে রাজশাহী ও ঠাকুরগাঁও। গতকাল মাওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ঝিনাইদহ ২-০ গোলে হারায় পটুয়াখালী জেলাকে। বিজয়ীদের পক্ষে শারমিন খাতুন ২৯ ও ৪৮মিনিটে দু’টি ফিল্ড গোল করেন। দিনের শেষ ম্যাচে কিশোরগঞ্জ ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায় রংপুর জেলাকে। কিশোরগঞ্জের পক্ষে তানহা তারান্নুম ২টি, সুমি আক্তার, বিনা আক্তার ও ফারদিয়া আক্তার দু’টি করে ফিল্ড গোল করেন। এ ছাড়া তারিন আক্তার খুশি এক গোল করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন