শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অবশেষে আজ থেকে চূড়ান্ত পর্ব

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আজ শুরু হচ্ছে কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী দিন বেলা ১টায় বর্তমান চ্যাম্পিয়ন ময়মনসিংহ খেলবে রাজবাড়ী জেলার বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে বিকাল ৩টায় বিজেএমসির প্রতিপক্ষ রংপুর জেলা। টুর্নামেন্টের পঞ্চম আসরের চূড়ান্ত পর্বে ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। গত আসরের চ্যাম্পিয়ন, বাছাই পর্বের ৬ ভেন্যুর চ্যাম্পিয়ন দল ও বেস্ট রানার্সআপ খেলছে এই পর্বে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- ‘এ’ গ্রুপ ময়মনসিংহ, বিজেএমসি, রংপুর ও রাজবাড়ী জেলা। ‘বি’ গ্রুপে রয়েছে- আনসার ভিডিপি, টাঙ্গাইল, সাতক্ষীরা ও খুলনা জেলা দল। এবারের আসরের চ্যাম্পিয়নদের ট্রফির সঙ্গে ৫০ ও রানার্সআপ দলকে ২৫ হাজার টাকা দেয়া হবে। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ৩০ হাজার টাকা করে। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, মহিলা ফুটবল কমিটির সদস্য মাহফুজা নজরুল ও পৃষ্ঠপোষক কেএফসি ফুডসের এরিয়া কোচ জাহিদুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের নভেম্বরে দেশের ছয়টি ভেন্যুতে ৩৯টি দল নিয়ে শুরু হয়েছিল কেএফসি মহিলা ফুটবলের প্রাথমিক পর্ব। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন হিসেবে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা পায় বিজেএমসি, রংপুর, রাজবাড়ি, আনসার ভিডিপি, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা দল। আর বাছাই পর্বের বেস্ট রানার্সআপ হিসেবে এই পর্বে উঠে আসে খুলনা। এই সাত দলের সঙ্গে গত আসরের চ্যাম্পিয়ন হিসেবে ময়মনসিংহ সরাসরি খেলছে চূড়ান্ত পর্বে। ২০০৯ সাল থেকে শুরু হওয়া জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ জাতীয় দল গঠনে বেশ সহযোগিতা করছে। গত বছর নেপালে অনুষ্ঠিত রিজিওনাল মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী বাংলাদেশ দলটিও উঠে এসেছিল এ আসর থেকেই। এ প্রসঙ্গে মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন বলেন, ‘মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে প্রতি বছর আমরা অনেক প্রতিভাবান ফুটবলার খুঁজে পাই। গত বছর যে দলটি নেপালে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দল এখান থেকেই বাছাই করা ফুটবলারদের নিয়ে গঠন হয়েছিলো । আমরা এ আসরটি নিয়মিত করতে চাই। এসএ গেমসসহ অন্যান্য আসরের ব্যস্ততার কারণে ইচ্ছে থাকার পরও এতোদিন চূড়ান্ত পর্বের খেলা আয়োজন করা সম্ভব হয়নি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন