শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে ঝুলন্ত লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও পৌর শহরের কলেজ রোডের এক বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গতকাল (শনিবার) সকালে কলেজ রোডের জমধর আলী শহরের বাড়ি মৃত মো: হায়দর আলীর ছেলে মো: ছালামের (৩২) বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে দেখা গেছে তার ঘরের দরজা বন্ধ। পরে বাড়ির গৃহকর্তা মো: জহিরুল ইসলাম ও এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ তার উদ্ধার করে। মৃত মো: ছালামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাঁচ স্ত্রীর কুড়িগ্রামে।
গফরগাঁও থানার ওসি এ কে এম মাহবুব আলম জানান, প্রায় দেড় মাস আগে জমধর আলীর বাসায় আনা হয়েছে নতুন বাড়ি নির্মাণকাজ দেখাশোনা করার জন ছালামকে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে আত্মহত্যা না হত্যা। এ ব্যাপারে গফরগাঁও থানায় বিকেলে বাড়ির গৃহকর্তা মৃত জমধর আলীর ছোট ছেলে মো: জহিরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন