শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কিটব্যাগ হারানোয়

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চোট কিংবা অফ ফর্ম- নানা কারণেই একাদশ থেকে বাদ পড়েন ক্রিকেটাররা। কিন্তু আইপিএলে এক অদ্ভুত কারণে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। কিটব্যাগ হারিয়ে যাওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট লায়ন্সের হয়ে মাঠা নামা হয়নি এ ব্যাটসম্যানের। সেই সুযোগে কপাল খুলেছে ইংল্যান্ডের জেসন রয়ের। ফিঞ্চের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তিনি। এখন পর্যন্ত চলতি আইপিএলে তিন ম্যাচ খেলেছেন ফিঞ্চ। ৫১ রান করেছেন তিনি। সর্বশেষ ম্যাচে ৩৩ রান করে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে অপরাজিত ছিলেন তিনি।
ক্রিকেটের ইতিহাসে অন্যের ব্যাড-প্যাড কিংবা সরঞ্জাম ধার করে খেলতে নামার গল্পও কিন্তু কম নয়। শহীদ আফ্রিদির ৩৭ বলে ১০০ রানের ইনিংসটি ছিল ওয়াকার ইউনিস থেকে ধার করা ব্যাট দিয়ে। টেস্ট ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরিটা হাঁকিয়েছিলেন অ্যান্ডি স্যান্ডহাম। সেটিও ছিল অন্যের ব্যাট দিয়ে। তবে ধারণা করা হচ্ছে স্পন্সরদের সাথে চুক্তির কারণেই সতীর্থদের সরঞ্জাম ব্যবহার করতে পারেননি ফিঞ্চ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন