শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কালোবাজারে টিকিট

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত পাক-ভারতের ম্যাচের চাহিদাকেও ছাড়িয়ে গেছে গতকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ফাইনালের আগে ম্যাচটি দু’দলের জন্য অলিখিত সেমিফাইনালে গন্য হওয়ায় টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। ইউসিবি ব্যাংকে সীমিত টিকিট বিক্রির জন্য ছাড়া হয় বলে ব্যাংক থেকে খুব কম সংখ্যক ভাগ্যবান কিনতে পেরেছেন টিকিট। সোনার হরিন হয়ে যাওয়া টিকিট ব্যাংকে আগের দিন দুপুরের আগেই বিক্রি হয়ে গেছে। গতকাল সকাল থেকে প্রকাশ্যে বিক্রি হয়েছে কালোবাজারে টিকিট। ১৫০ টাকার সাধারন গ্যালারি টিকিট বিক্রি হয়েছে দশ গুন দামে (১৫০০ টাকা)।  তারপরও একটি টিকিটের প্রত্যাশায় ভক্তরা স্টেডিয়ামের আশে পাশে ভিড় জমাচ্ছেন। এদিন টিকিট ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে মিরপুরে। গতকাল  দুপুরে ব্যাংকের সামনে টিকিটের জন্য ভিড় হওয়া জনতার উপর পুলিশ লাঠিচার্জ করে  ছত্রভঙ্গ করে দেয়। দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার হলেও এদিন অন্তত: ১০ হাজার অতিরিক্ত দর্শক ঢুকেছে স্টেডিয়ামে। ভিআইপি  গ্র্যান্ড স্ট্যান্ডে পর্যন্ত দাঁড়ানো দর্শকের ছড়াছড়ি ছিল।  প্রতিটি গ্যালারিতেই টিকিট কেটে প্রচুর দর্শক দাঁড়িয়ে দেখেছেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। টিকিট না পেয়ে হতাশ আগন্তকের সংখ্যাও কম নয়। অন্তত ১৫ হাজার দর্শক স্টেডিয়াম কমপ্লেক্সের বাইরে জড়ো হয়ে বিলাপ করেছেন।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন