বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষে দেশের শীর্যস্থানীয় মোবাইল ফিনান্সসিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ৭টি স্কুল যথাক্রমে: ১. বঙ্গতাজ আদর্শ উচ্চ বিদ্যালয়, ২. ভূবনের চালা উচ্চ বিদ্যালয়, ৩. বড়ছিট আদর্শ উচ্চ বিদ্যালয়, ৪. নলগাঁও উচ্চ বিদ্যালয়, ৫. কামারগাঁও উচ্চ বিদ্যালয়, ৬. চিনাডুলী বাঘিয়া এমআর উচ্চ বিদ্যালয় এবং ৭. আলাউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বইপড়া কর্মসূচি শুরু করলো বিশ্বসাহিত্য কেন্দ্র। গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিকাশ লিমিটেডের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স সাবের শরিফ, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মোঃ মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাকছুদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রকিব হাসান। -প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন