সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সেমিফাইনালেই মাদ্রিদ ডার্বি!

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ফাইনাল মঞ্চেই প্রতিশোধ পর্বটা সেরে ফেলার স্বপ্ন বুনছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। গত বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারতে হয়েছিল যে তাদের নগরপ্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে! তাদের ইচ্ছাটা যদিও পূরণ হচ্ছে না, তার আগে সেমিফাইনালেই মঞ্চায়িত হবে মাদ্রিদ ডার্বি। গতকাল সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়নস লিগের ড্র শেষ চারের ভাগ্য রিয়ালকে দাঁড় করিয়ে দিয়েছে অ্যাটলেটিকোর সামনের। আর জিয়ানলুইজি বুফন আগেই জানিয়েছেন, অ্যাটলেটিকোকে এড়াতে পারলেই খুশি হবে তার দল! ইচ্ছে পূরণ হচ্ছে তার, অ্যাটলেটিকোকে এড়িয়েছে জুভেন্টাস। বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা জুভেন্টাস ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে মোনাকোর। রিয়াল ও মোনাকো নিজেদের মাঠে খেলবে সেমি-ফাইনালের প্রথম লেগ- ২ ও ৩ মে। ফিরতি লেগ হবে তার পরের সপ্তাহে, ৯ ও ১০ মে। আগামী ৩ জুন কার্ডিফে হবে এবারের ফাইনাল।
চ্যাম্পিয়নস লিগে গত কয়েক বছর রাজত্ব করছে মাদ্রিদের দুই ক্লাব। গত মৌসুমের ফাইনালে নগর প্রতিদ্ব›দ্বীদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল জিনেদিন জিদানের দল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি গড়ার হাতছানি এখন রিয়ালের সামনে। ২০১৩-১৪ আসরের ফাইনালেও রিয়ালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ডিয়েগো সিমেওনের দলের। পরের আসরে কোয়ার্টার-ফাইনালে রিয়ালের কাছে হেরে বিদায় নেয় অ্যাটলেটিকো। টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে মাদ্রিদের দুই দল।
সর্বোচ্চ ১১ বারের চ্যাম্পিয়ন রিয়াল এবার কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে হারায়। এখন পর্যন্ত ইউরোপ সেরার প্রতিযোগিতায় শিরোপা জিততে না পারা অ্যাটলেটিকো লেস্টার সিটিকে হারিয় শেষ চারে উঠে আসে। গত তিন আসরে দুই বারসহ মোট তিনবার রানার্সআপ হয়েছে দলটি। রিয়ালের কাছে দুইবার হারার আগে ১৯৭৩-৭৪ মৌসুমের ফাইনালে তারা হেরেছিল বায়ার্নের কাছে। পাঁচবারের ইউরোপ সেরা বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে ওঠা জুভেন্টাস এবার দুই দশকের শিরোপা খরা কাটাতে চায়। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জেতার পর লা লিগা চ্যাম্পিয়নদের মাঠে গোলশূন্য ড্র করে ইতালির অন্যতম সফল ক্লাবটি। তাদের প্রতিপক্ষ মোনাকো শেষ আটে বরুসিয়া ডর্টমুন্ডকে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে হারায়।
একই দিন নিশ্চিত হয়েছে ইউরোপা লিগের সেমি ফাইনালের লাইনআপও। যেখানে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে স্পেনের সেল্টা ভিগোর বিপক্ষে। শেষ চারের অন্য ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম ও ফ্রান্সের ক্লাব লিঁও।

সেমিফাইনালে মুখোমুখি
চ্যাম্পিয়ন্স লিগ
রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ
মোনাকো-জুভেন্টাস
ইউরোপা লিগ
ম্যানইউ-সেল্টা ভিগো
আমস্টারডাম-লিও


সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান-প্রাইম ব্যাংক
মোহামেডান : ৩৬.১ ওভারে ১৪২ (তামিম ৪৬, শামসুর ১৩, রনি ৭, রহমত ২৪, রকিবুল ১২, মিলন ১২, মিরাজ ১, তাইজুল ৭, রাব্বি ২, এনাম জুনিয়র ৩, শুভাশীষ ৩*; আল আমিন হোসেন ২/২৬, রুবেল ১/১৫, সৌম্য ১/২৪, আরিফুল ১/২৫, আল আমিন ৫/২৫, নাজমুল অপু ০/২১)।
প্রাইম ব্যাংক : ২৭.৪ ওভারে ১৫০/৩ (লক্ষ ৪১ ওভারে ১৪৯) (মারুফ ৭, সৌম্য ২, সাব্বির ৭৮*, চাঁদ ১৪, তাইবুর ৪২*; মিরাজ ০/২৯, তাইজুল ১/৩৭, শুভাশীষ ১/৩৯, এনাম জুনিয়র ১/১৫, কামরুল রাব্বি /১৭, রহমত ০/১২)।
ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ : আল আমিন (প্রাইম ব্যাংক)।
কলাবাগান-ভিক্টোরিয়া
কলাবাগান ক্রীড়া চক্র : ২৫৯/৬ (মেহরাব জুনিয়র ৬৩, আশরাফুল ১০, মাসাকাদজা ১১, তুষার ৫৬, তাসামুল ৪৪, মুক্তার ৫২*, হাসান ১, সঞ্জিত ০*; মাহবুবুল ০/৫৮, আরাফাত ০/২১, মনির ২/৪৬, মইনুল ১/৩৭, মাহবুব ০/২০, উত্তম ০/১২, আশিক ১/৩২, সিলভা ১/২৫)। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব : ৫০ ওভারে ২৪৯/৯ (সায়েম ১, ফারুক ৫৮, আরাফাত ১৪, উত্তম ৩, সিলভা ২, হায়াত ৬৪, মইনুল ৭৫, মাহবুব ৪, মাহবুবুল ২, মনির ৯*, আশিক ৪*; হাসান ২/৩১, নাবিল ১/১৮, তুষার ০/৬, সঞ্জিত ০/৪০, আশরাফুল ১/১৩, শাওন ০/৫২, মুক্তার ২/৪২, মাসাকাদজা ২/৪৩)।
ফল : কলাবাগান ক্রীড়া চক্র ১০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : মুক্তার আলী (কলাবাগান)।
খেলাঘর-পারটেক্স
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি : ৫০ ওভারে ২৮৮/৮ (রবি ৩৪, সালাউদ্দিন ৫, নাফিস ২০, আমিত ১০১, নাজিম ১৭, সাদাত ৭৯, মাসুম ১, ডলার ৩, সাদিকুর ৮*, আরিফুল ৬*; মামুন ২/৪৬, মাসুম ২/২৭, রাজিবুল ০/১৭, জুবায়ের ৩/৬৯, শাহানুর ০/৪২, বিশ্বনাথ ১/৩১, যতিন ০/৩৮, সাজ্জাদ ০/১৩)। পারটেক্স স্পোর্টিং ক্লাব : ৪৫.১ ওভারে ২১১ (ইরফান ৩৫, সাজ্জাদ ৩৯, যতীন ২০, তারিক ১৫, জাকারিয়া ৭, শাহানুর ১৪, জুবায়ের ৪৪, রাজিবুল ১, মাসুম ১১, মামুন ১১*, বিশ্বনাথ ৮; ডলার ০/৩১, মাসুম ০/২১, সাদিকুর ৩/৫৮, সাদাত ০/২৮, রবি ১/১৬, তানভির ৩/৩১, আরিফুল ৩/২৪)। ফল : খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৭৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : অমিত মজুমদার (খেলাঘর)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন