স্পোর্টস রিপোর্টার : কোয়ান্টাম করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে আজ শুরু হচ্ছে কোকোমো ঢাকা মেট্রোপলিটন স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট। মোহামেডান ক্লাব প্যাভিলিয়নে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুলের ২০০ ছাত্রছাত্রী ৩২টি দলে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্টে। টুর্নামেন্টের দু’বিভাগে ছয়টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। এগুলো হলো ঃ বালক দলগত, বালিকা দলগত, বালক একক সাব-জুনিয়র গ্রুপ (৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ), বালিকা একক সাব-জুনিয়র গ্রুপ (৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ), বালক একক জুনিয়র গ্রুপ (সপ্তম থেকে এসএসসি বা ও- লেভেল পর্যন্ত), বালিকা একক জুনিয়র গ্রুপ (সপ্তম থেকে এসএসসি বা ও- লেভেল পর্যন্ত)।
টুর্নামেন্টের দুই বিভাগের সেরা খেলোয়াড়কে একটি করে ট্যাব দেয়া হবে। গতকাল মোহামেডান ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডভুক্ত সাবেক টিটি খেলোয়াড় ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জোবেরা রহমান লিনু। এ সময় উপস্থিত ছিলেন কোয়ান্টাম করপোরেশন লিমিটেডের এইচআর ম্যানেজার আইরিন নিসার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক সারওয়ার হোসেন। শনিবার শেষ হবে টুর্নামেন্টের খেলা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন