শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

স্বাধীনতা দিবস কাপ স্কোয়াশ শুরু

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রিমিয়ার বিভাগ, এ বিভাগ, বি বিভাগ, অনূর্ধ্ব-১১ও অনূর্ধ্ব-১৫ দলের প্রায় তিন শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে বুধবার নৌবাহিনীর সদর দপ্তরে শুরু হয়েছে মিউচুয়াল ট্রাস্ট বাংক স্বাধীনতা দিবস কাপ স্কোয়াশ টুর্নামেন্ট। বেলা সাড়ে তিনটায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের উদ্বোধন করেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর সহকারী প্রধান শাহীন ইকবাল। বাংলাদেশ স্কোয়াশ অ্যান্ড র‌্যাকেটস ফেডারেশনের সভাপতি ফারুক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ, গুলশান ক্লাবের সভাপতি সাখাওয়াত আবুল খায়ের ও সদস্য হেদায়েতুল্লাহ তুর্কী। উদ্বোধনী দিনের খেলায় প্রিমিয়ার বিভাগে উত্তরা ক্লাবের সুমন ৩-০ সেটে গুলশান ক্লাবের শহীদকে হারান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন