শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজপথের জন্য প্রস্তুত বিএনপি -সিলেটে দুদু

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি এখনো ফুরিয়ে যায়নি। নেতাকর্মীরা রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। ডাক আসলেই রাজপথে নামা হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদেও প্রস্তুত থাকতে বলেছেন শীর্ষ ওই নেতা।
গতকাল সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় মুসলীম সাহিত্য সংসদে এক প্রতিবাদ সভায় এমন কথা বলেন তিনি। বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ ‘গুম’ হওয়া সকল নেতাকর্মীর সন্ধান দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে সিলেট বিএনপি। সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদু বলেন, এক বছরের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারো দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। কারণ দেশের হাজারো সমস্যা সমধানে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ ভোট দিয়ে আবারো বিএনপিকে ক্ষমতায় পাঠাবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন। এ ছাড়াও সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় সভায় শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও ভুটান সফর থেকে খালি হাতে দেশে ফিরেছেন। তিনি দাবি আদায় করতে ব্যর্থ হয়েছেন। হওরাঞ্চলে ফসলহানির পর এসব এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। কিন্তু সরকার দুর্গত মানুষের কষ্ট লাঘবে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন