শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নৌবাহিনী-বিজিবি ফাইনাল

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বসুন্ধরা গ্রæপের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা কাপ কাবাডির চ‚ড়ান্ত পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ  নৌবাহিনী ৩৬-২৬ পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে ওঠে। ম্যাচ সেরা নির্বাচিত হন নৌবাহিনীর তুহিন। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিতে বিজিবি ২৯-১৫ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। বিজিবির জাকির হোসেন ম্যাচ সেরার পুরস্কার পান। নৌবাহিনী ও বিজিবির মধ্যকার ফাইনাল ম্যাচটি শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে। ফাইনালে প্রধান অতিথি থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এসময় বিশেষ অতিথি ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. কামাল আহম্মেদ মজুমদার, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ইলিয়াস উদ্দিন মোল্লা ও বসুন্ধরা গ্রæপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভির। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এ কে এম শহীদুল হক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন