শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ বরখাস্ত

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল আহমদ তাপাদারকে আবারও বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক আদেশে তার বরখাস্তের আদেশ জারি করা হয়।
জানা গেছে, সরকার বিরোধী প্রচারণা, দলীয় ও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, ২০১৫ সালের ৫ জানুয়ারি নাশকতামূলক কাজে নির্দেশনা প্রদানের অভিযোগে তাকে অপসারণ করা হয়েছে। এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর একটি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে উচ্চ আদালত মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করার কারণে তিনি স্বপদ ফিরে পেয়েছিলেন।
জকিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, ২৫ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়।
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে অপসারণ করা হয়েছে। যেসব অভিযোগে আমাকে বরখাস্ত করা হয়েছে সবই মিথ্যা ও উদ্দেশ্যমূলক। অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ‘সাজানো অভিযোগ দায়ের’ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
S. Anwar ২৮ এপ্রিল, ২০১৭, ৪:১১ পিএম says : 0
আরও বিএনপি করবেন ভাইজান.?? বিএনপি করলে আমলনামায় এই রকম গুনাহ্ লেখা অইতে থাকবো। আপনে রাজনীতির ফুলসিরাত পার অইতে পারবেন না ভাইজান। হেল্লেইগ্গা কই, তওবা কইরা জলদি কাউয়া অইয়া যান। তাইলে পিছিলা সব গুনাহ্ মাফ পাইয়া যাইবেন। আর যেমনে খুশী উইড়া উইড়া ফুলসিরাত খানও পার অইবার পারবেন। জানেনতো, চালুনীর হারা শরীলে ছেঁদা অইলেও কোন সমস্যা অয়না। মাগার সুঁইয়ের পাছার এক ছেঁদাতেই মহাদোষ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন