রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আজ থেকে পাইওনিয়ার ফুটবল

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি করপোরেশরে পৃষ্ঠপোষকতায় আজ থেকে মাঠে গড়াচ্ছে দেশের সর্ববৃহত ফুটবল আসর পাইওনিয়ার লিগ। ঢাকার ৪৭টি ও রাজধানীর বাইরের ২৪টি সহ মোট ৭১টি ক্লাব এই লিগে অংশ নিচ্ছে। ঢাকার পাঁচটি ভেন্যুতে খেলা হবে। এগুলো হলো- মিরপুর গোলারটেক মাঠ, ইষ্ট অ্যান্ড ক্লাব মাঠ, পল্টনস্থ আউটার স্টেডিয়াম, বাসাবো ক্লাব মাঠ ও টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম। দলগুলো ১০টি গ্রæপে ভাগ হয়ে খেলবে। প্রত্যেক গ্রæপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দু’টি করে দল সুপারলিগে খেলার সুযোগ পাবে।
আটটি ক্লাব নিয়ে হবে কোয়ার্টার ফাইনালের খেলা। সেরা চার ক্লাব তৃতীয় বিভাগে উঠবে এবং প্রত্যেক গ্রæপ থেকে সর্বনিন্ম পয়েন্টধারী একটি করে দল অবনমনে যাবে। বয়স যাচাই বাছাইয়ে অংশ নিতে আসা চার হাজার সাতশ’ ৫০ জনের মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে দু’হাজার দু’শ ৭০ জনকে। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন