ইনকিলাব ডেস্ক : যদি কোনো মুসলিম বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) করে, তাহলে প্রকাশ্যে সেই মুসলিমকে বেধড়ক পিটিয়ে মুসলিম সমাজ থেকে বের করে দেওয়া হবে। গত মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে এই মন্তব্য করেন টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মাওলানা সৈয়দ নুর-উর রহমান বরকতি। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি ও আরএসএস ঝামেলা পাকাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সৈয়দ নুর-উর রহমান বরকতি বলেন, আমি সমস্ত শাহি ইমামদের সতর্ক করে দিচ্ছি, কোনো মুসলিম বিজেপি ও আরএসএস যেন না করে। যদি সে কথা না শোনে, বিজেপি ও আরএসএস করে, তাহলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। প্রয়োজনে সেই মুসলিমকে প্রকাশ্যে পেটানো হবে এবং মুসলিম সমাজ থেকে বের করে দেওয়া হবে। তবে বিজেপি যদি আরএসএসকে ছেড়ে দেয়, বিজেপি যদি একা থাকেÑ সে ক্ষেত্রে মুসলিমরা বিজেপি করতে পারে বলে শর্ত যোগ করে দেন ইমাম বরকতি। সংবাদ সম্মেলনে ভারতের অন্যতম হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকে তীব্র ভাষায় হিজড়া বলেও কটাক্ষ করেন বরকতি। তিনি বলেন, যারা মসজিদের সামনে জয় শ্রীরাম ধ্বনি দেয়, তারা আসলে হিজড়া। এগুলো হিজড়াদের কাজ। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন